তোমায় দেখিয়াছি শত জনমে শতবার,
তবু প্রাণ ভরে না, চাই দেখিতে বারি বার।
মনের ভাষায় বলিয়াছি প্রাণের সুধা,
তোমায় দেখিয়াছি বলে সারা জাহানের খোদা।
তুমি দেখাইয়াছো রং-রূপ, দিয়াছো পূর্ণ চাঁদের স্বাদ,
তোমার দয়ায় তুলিয়াছি পাপি দুই হাত।
করিয়া দিও ক্ষমা, পরিয়াছি পাপিষ্ট জামা,
ফিরাইয়া দিও না তোমার দরবারে ক্ষুদ্র আমলনামা।
শত-লক্ষ-কোটি হইতেও বেশি করিয়াছি কদর্য কর্ম,
শুনিয়াছি তুমি মহান প্রভু, ক্ষমা তোমার ধর্ম।
আজিকে চাই তোমার শীতল ছায়ায় নূ্যনতম দয়া,
করিয়া দিও ক্ষমা সব পাপিদের
যত পাপ করিয়াছি পুরান সহিত নয়া।
স্থান দিয়া দিও হাশরের ময়দানে
নবীর উম্মতের দলে,
ফিরাইয়া দিও না এই দুই হাত
তোমার নিকটে ক্ষমা চাইনি বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন