শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

পাগলী তুই

কাছে আয় ছোঁয়ে দেখি কীকরে এত সুন্দর তুই,
ইচ্ছে হয় প্রথম দেখায় পরম সুখে তোকে ছুঁই।
টানা টানা দুটি চোখ 
যেন হরিণীর কাছ থেকে ধার করে নেয়া,
পরমা সুন্দরী তোকে আলতো দিবো ছোঁয়া।
কালো রেশমি চুল যেন কাশফুলের বাগান,
মুখের মিষ্টি কথন নজরুলের গীতি-গান।
হাতের রাঙ্গা মেহেদী যেন নকশী কাঁথার মাঠ,
হৃদয় জুড়ে পাগলী তোর বুলি করেছি পাঠ। 
আলতা পায়ে পাগলী তোর নুপূর,
কানে বাজে ঝুমূর ঝুমূর।
আরো ভালো লাগে যখন বৃষ্টিতে তুই ভিজিস,
গোঁধুলী লগণ হয়ে তখন নজর কেড়ে নিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন