সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

প্রেম যমুনার মাঝি

প্রেম যমুনায় তীব্রবেগে
বইছে মাতাল হাওয়া,
সে হাওয়াতে মাঝির মনে
প্রেমের আসা-যাওয়া।

মাঝির বুকে প্রেমের প্রদ্বীপ
প্রেম আগুনে জলন্ত,
মাতাল হাওয়াতে ডেউয়ের খেলা
প্রেম যমুনা অশান্ত।

তীব্র হাওয়াতে প্রেম যমুনায়
যাত্রাপথে মাঝি,
ফুলে ফুলে পরিপূর্ণ
নৌকা প্রেমের বুঝি।

নৌকার পালে আঘাত হানে
মাতাল প্রেমের হাওয়া,
প্রেম যমুনায় মাঝির মনে
প্রেমের আসা-যাওয়া।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন