মনুষ্যত্ব ছিন্ন করে
পশুত্ব করবো বরণ,
পশুত্বকে ডাকবো কাছে
মনুষ্যত্বের হবে মরণ।
পশুত্ব নিয়ে সাজাবো জীবন
তাতেই বড় সুখ,
মনুষ্যত্ব লাগেনা ভালো
পশুত্ব চাই আসুক।
অসহ্যকর মনুষ্যত্বে
মানুষ বলে গন্য,
পশুত্ব ভালো লাগে
পশু হয়ে বন্য।
মনুষ্যত্ব ত্যাগ করে
হব কঠোর মানব,
নিষ্ঠুরতায় নিষ্ঠুর হব
পশুত্বে হব দানব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন