পুরনো একটি সুর শোনতে লাগে ভয়,
সুরের মধ্যে জীবন্ত প্রাণ জীবন্ত আর নয়।
অচল হয়ে গিয়েছে প্রাণের সকল অঙ্গ,
শেষ হয়ে গেছে সুরের কার্যকরী সঙ্গ।
সুরের প্রতিটি বাণীতে এখন বিষের অস্তিত্ব,
একসময় সেই সুরে মন হত বিশাল প্রশস্ত।
এখন নেই সেই সুরে আবেগের টান,
সুরে মৃত ফুলের মত গন্ধহীন শুকনো একটি ঘ্রাণ।
সুরে সুরে হয়না বলা অর্জন-বর্জনের কথা,
জাগেনা প্রাণে বেঁচে থাকার জন্য সুরেতে বেকুলতা।
শোনাতে ইচ্ছে হয়না তাই পুরনো এই সুর,
থাক যা থাকতে চায় সরে গিয়ে ভূলে ভীষণ দূর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন