সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

ভাল লাগে

ভাল লাগে আকাশ হতে পড়ন্ত বৃষ্টি,
ভাল লাগে সূর্যের আলো কড়া রোদে মিষ্টি।
ভাল লাগে রাতের বেলা শিয়ালের ডাক,
ভাল লাগে বেড়াতে আসা অতিথি পাখির ঝাঁক।
ভাল লাগে পথের ধারে জমে থাকা বালি,
ভাল লাগে কলম থেকে বেড়িয়ে আসা কালি।
ভাল লাগে গ্রীষ্মতে আলতো ঠান্ডা হাওয়া,
ভাল লাগে অভিমানী মনের গভীরে আসা-যাওয়া।
ভাল লাগে নৃত্যের তালে গিটারের সূর,
ভাল লাগে শিশুর মুখে প্রবিত্র হাসির নূর।
ভাল লাগে জলেভাসা লাল দুটি নয়ন,
ভাল লাগে লেখা কবিতায় মৃত কয়েকটি চয়ন।
ভাল লাগে  ব্যর্থ  প্রেমে কষ্টের যত গান,
ভাল লাগে সুপারি দিয়ে মিষ্টি জর্দায় পান।
ভাল লাগে জেগে থাকা মনেতে বুনো আশা,
ভাল লাগে ভালবেসে একটু ভালবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন