সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

আমি-১০

পড়ে না সে এখন আমার কবিতা
ভূলে গিয়েছে আমার সৃতি,
আমি শুধু পারিনি ভূলতে তাকে
বরং আমি দেই পুরনো বিবৃতি।
বর্ণনা করি তার বিবরণ
বলি তার কথা লেখা কবিতায়,
সাগর সৈকতে বেড়াতে আসা সৃতি
আশ্চর্য্যকরভাবে হাসায় আর কাঁদায়।
মাঝে মাঝে আমি ভাবি আনমনে
অবশেষে এক অপরিচিত হলাম।
কী বা তাতে আসে-যায় তার
আমি যে আমি, আমার আমি, শুধুই আমি।
তার প্রেমে মুগ্ধ এই আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন