পারি না যখন মিলাতে আমি নিজের সমীকরণ,
রাগ টা তখন যায় যে উঠে কারণে অকারণ।
জেগে জেগে স্বপ্ন দেখা নিষিদ্ধ প্রচলন,
দিবা-নিশি অদল-বদল বহিঃ আবরণ।
অল্পতে যায় না দেয়া মিথ্যা বিবরণ,
সহজ কথায় বলতে গেলে অতি সাধারণ।
তালা দিয়ে গৃহ বন্ধী মন বাতায়ন,
প্রবেশ করে না তার গহীনে দীপ্ত আলোরন।
চাবির ওপর পরেছে জঙ্গের গাঢ় আস্তারন,
বদল না চাল-চলনে পশু আচরণ।
"জীবনের ১৯টি বছর আমার এই ভাবে কাটলো, এখন ২০তম বছর বয়সে পা দিলাম, জীবনের বাকী সময় আমার এই একই ভাবেই কাটবে, কারন পরিবর্তন নামক শব্দটি আমার জন্য ক্ষনস্থায়ী ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন