লিখতে বসলাম প্রেমিক-প্রেমিকার নতুন পরিচ্ছেদ,
প্রেমিক-প্রেমিকার মধ্যে হয়েছে এখন বিচ্ছেদ।
এই বিচ্ছেদ চিরস্থায়ী, কাগজের মতন ছিঁড়ে ফেলেছে প্রেমের বন্ধন,
দুজনের তাতে নেই চোখে কান্না, হৃদয়ে অশ্রুহীনা ক্রন্দন।
মধুর তাদের প্রেমের সম্পর্কে নেই এখন মধুময় স্বাদ,
কাল বৈশাখী ঝড়ে হারিয়ে গেল প্রেমের সকল প্রবাদ।
তারা দূজন চলছে তাই দুই পথে, তারা দুজন তাই দুদিকে,
তাদের প্রেমের বিষাক্ত বিষ গ্রাস করছে পরস্পরকে।
তবে প্রেমের বিষাক্ত এই বিষে কেউ যায়না মারা,
ভেঙ্গে যায় শুধু প্রেমের তাজমহল, যা বহুদিনে গড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন