সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

আমি-৯

লেখার কিছু নাই,
তবুও লিখে যাই,
সাদা কাগজের উপর,
কবিতার ছন্দে,
লিখি মনের কথা,
না বলা আনন্দে।
স্বরবর্ণ-ব্যাঞ্জনবর্ণের সাথে
খেলি অপরাজয়ের খেলা,
কবিতার ছন্দে আমি ছন্দহারা,
দু'পয়সা মূল্যের অনুভূতি আমার
কাগজের উপর ধূলোর মতন,
কলমের কালি কাগজে মিশে
একাকার আমার মনের কথন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন