সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

আমি-৭ (মনের মেঘলা আকাশ)

আমার মনের মেঘলা আকাশ
হোক না যত কালো,
নেই কোন ভয় প্রাণেতে আমার
আমি ভীষণ ভালো।
একলা আমি এবং কাক কালো রাত
মনের মেঘলা আকাশে আসলো ঝড়,
উঠলো কেঁপে জীবন আমার
কষ্ট নামক খুঁড়ে ঘর।
তাতেও আমার নেই ভয়
বিশাল এক সাহসী আমি,
ভয় পাইনা মনের মেঘলা আকাশ
পদতলে একখানা শূন্য ভূমি।
সেই ভূমিতে আমি ও কষ্টের খুঁড়ে ঘর
এবং কাক কালো রাত,
বাড়ালো তখন মনের মেঘলা আকাশ
মরনের এক হাত।
মিলাতে হবে এক সময় আমাকে
মরনের হাতে হাত,
হোক না কালো মনের মেঘলা আকাশ
আমি সাহসী পুরুষ জাত।
জাতের বড়াই করে লাভ কী তাতে
মনের মেঘলা আকাশের কাছে আমি পরাজিত,
গভীর সুখে শোকাহিত আমি
চোখের জলে আশ্রিত।
অতঃপর ঝরে পড়ে জল
ভিজে আমার দু'আঁখি,
মনের মেঘলা আকাশে কলকাকলি
নির্বাক মন পাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন