ঘুমের দেশের ঘুমকুমারী
দিয়েছে আজ ফাঁকি,
গভীর রাতে জেগে আমি
ঘুমের ছবি আঁকি।
দুটি পাতা আমার চোখের
চায়না হতে এক,
আমি ছাড়া সবার চোখে
ঘুমকুমারী মেরেছে ঘুমের পেরেক।
নিরব রাতে আমার তাই
পায় হটাৎ কান্না,
ঘুমকুমারী আসেনা চোখে
নিয়ে ঘুমের বন্যা।
বাধ্য হয়ে আমি থাকি
রাতের সাথে জেগে,
ঘুমকুমারী ঘুমের দেশে
ক্ষেপেছে ভিষন রেগে।
ঘুমকুমারী আসেনা চোখে
পাইনা তার দেখা,
ঘুমের দেশে ঘুমকুমারী
আমায় ছাড়া একা।
ঘুমকুমারী ঘুমের দেশে
না জানি আছে কেমন,
হয়তো সে আছে ভালো
আমি ভাবছি যেমন।
তারই ভাবনায় ঘুম আসেনা
আমার দুটি চোখে,
ড্রইং খাতায় রেখেছি তাই
ঘুমের ছবি এঁকে।
রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
ঘুমকুমারী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন