একদিন আমি মাতাল হবো
নেশা করে সময় কাঁটাবো,
চোখের জলে নৌকা ভাসাবো,
বেদনা দিয়ে ছবি আঁকাবো।
তখন পারবেনা কেউ আমায় বাঁধা দিতে
আমি করে যাবো আমার নেশা
মদের বোতল করবো খালি
এবং হবো দিশাহারা।
বলবো আমি তখন আমার ব্যর্থ প্রেমের কথা
গাইবো সেই প্রেমিকার গান,
একটু হলেও করবো মনে
সামান্য অভিমান।
নেশা তবুও আমার হবেনা শেষ
নেশা আমি করে যাবো অভিরাম,
তখন ঘটবে হয়তো মৃত্যু আমার
চিরস্থায়ী সেই বিশ্রাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন