রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

রাতের তারা আমাকে সঙ্গে নিবি

রাতের তারা একটু খাড়া
আমিও আসছি সাথে,
সবাই মিলে বেড়াতে যাবো 
দূর চাঁন্দের দেশে।
চাঁদের বুড়ির বিয়ে লেগেছে
দাওয়াত খাবে সবাই,
একটু খাড়া রাতের তারা
যাবো একসাথে তাই।
না, না, আমার হবেনা দেরি
আমি প্রস্তুত সেজে-গুজে,
চাঁদের বুড়ির বিয়েতে যাবো
নিমন্ত্রণ দিয়েছে সে নিজে।
রাতের তারা, এই তো আমি
এই তো আসছি তোদের সাথে,
আমায় ফেলে একা তোরা
যাস নে নিঘুম রাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন