বড় অবেলায় এসে ছিলাম আমি,
আর অসময়ে চলে যেতে হল।
"বিদায় ভাল থেকো"
এই তিন শব্দ বলার সময় হয়নি আমার,
আমি ছিলাম দ্রুততায় মগ্ন।
তুমি বারবার ডাক দিচ্ছিলে আমার নাম ধরে,
তুমি বলছিলে বারবার, ফিরে এসো, যেতে হবে না।
কিন্তু আমি শুনেও না শুনার ভানে সেজেছিলাম,
আমাকে সাজতে হয়েছিল,
বাধ্য হয়ে আমাকে যেতে হয়েছিল,
কারণ নিয়তীর কাছে আমাকে নত হতে হবে।
নিয়তী আমায় অল্প সময় দিয়েছিল বেঁধে,
ইচ্ছে থাকা স্বতের্ও বলে যেতে পারিনি।
লুকিয়ে চোরের মত পালিয়ে গেলাম,
জানি, পালাতে পারি নি আমি,
নিয়তীর কাছে আমায় ধরা দিতে হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন