বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

মৃত স্ত্রী

এই কোথায় তুমি,
বাজারের ব্যাগ টা নিয়ে এসো,
আজকে বাজারে যেতে হবে।
মাছ, দুধ, হলদে-জিরে, পুইশাক, কাঁচা মরিচ
যা যা আনতে হবে তার একটা লিস্ট তৈরি করে দিও।

এই কোথায় তুমি, শোন,
ছেলে-মেয়ের স্কুলে যাবার সময় হল,
ওদের নাস্তা করিয়ে দাও।
ওদের স্কুল ব্যাগে টিফিন বক্স রেখেছো তো।

এই তুমি কোথায়, 
এই দেখো, আমার শার্টের বোতাম ছিড়ে গেছে।
বোতাম টা লাগিয়ে দাও,
তোমার সুঁই-সুতোর বাক্স আমি এনে দিচ্ছি
বল ওটা কোথায় রেখেছো।

এই শোন, এখন মাসের শেষ,
আমার পকেটে টাকাকড়ি নেই।
তোমাকে হিসেব করে খরচ করতে হবে,
আমি কিন্তু তোমাকে এই মাসে
শপিং করার টাকা দিতে পরবো না বলে দিলাম।

এই শোন, কোথায় তুমি,
রান্নাঘরে এত কি কাজ, এদিকে একটু এসো,
তোমার সাথে কথা আছে, আমি আজ দেরিতে বাড়ি ফিরবো।
অফিসে আজকে মিটিং, সাথে অনেক কাজের চাপ।

এই কোথায় তুমি,
বলেছিলে আগামী সাপ্তায় তোমার বান্ধবীর বিয়ে।
বিয়েতে কি উপহার দেবে ঠিক করেছো
শাড়ী নাকি জুয়েলারি, বল কি কিনতে হবে,
অফিস শেষে বাড়ি ফেরার পথে কিনে নিয়ে আসবো কেমন।

এই তুমি কোথায়, 
শোন, আমার অফিস যাবার টাইম হল যে,
আমার রুমাল রেখেছো কোথায়,
আমার ঘড়ি, পায়ের মোজো, কালো ফাইল
এইসব কোথায় রেখেছো,
কিছুই তো খোঁজে পাচ্ছি না।

এই শোন, কোথায় তুমি,
চুপ কেনো তুমি,
এত নিরব কেনো, কথা বল।
এইভাবে কতকাল দেয়ালে ছবি হয়ে থাকবে,
প্লিজ ফিরে এসো আবার,
অগুছালো আমিকে গুছিয়ে দাও আবার।

11:05am 8april

1 টি মন্তব্য: