অনন্তকাল ধরে বহমান নদীর মধ্যবর্তী হেঁটে চলছি আমি,
বন্ধুর সমতুল্য নদীর প্রতিটি স্রোতে উঁচু-নিচু বেলাভূমি।
জোয়ার-ভাটার টানে পিছু ডাকে আমায় আমার কর্ম,
আমি তাকে দেই না সাড়া, আমার বুকে শক্ত-কঠিন চর্ম।
আমি এখন অনন্তকাল ধরে বহমান নদীতে অসামান্য পথিক,
আমার কাছে আমার যাত্রাপথ সর্বশ্রেষ্ঠ অধিক।
ডানে-বামে কে আছে, কে চায়, দেখার সময় নেই,
আমি আছি আমাতে মেতে, যুগ-যুগান্তর ধরে তাতেই হানা দেই।
পিছু ডাকে কত-শত প্রিয় সাথি, প্রিয় বন্ধু,
সময় নেই, কেন দেবো সাড়া
উদ্দেশ্য পাড়ি জমাবো বৃহৎ বিষাদ-সিন্ধু।
ওরে আমার প্রিয় মানুষের ভিড়ে অপ্রিয় মানুষের দল,
তোদের প্রেমের অভিনয়ে আমি বুঝি শ্রেয় লবনাক্ত জল।
সমুদ্র জল আর আঁখি জল দুটোই এখন সমান, পার্থক্যহীন তরল,
তোদের কাছে আমিও তেমন স্বর্ন অপেক্ষা নগন্য পিতল।
জানি আমি ছাড়া তোরা আছিস সুখে তোদের মত শুষ্ক জলাশয়ে,
তার চেয়ে ভালো অনন্তকালের বহমান নদী
যেখানে হেঁটে চলছি আমি যুগের পর যুগ নিজের সাথে নিজের হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন