মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

একটু প্রেমের একটি চারা গাছ

মেয়েটির বাঁকা ঠোঁটের একটু হাসিতে
ছেলেটির বুকে জেগে ছিল একটু আকর্ষণ,
আকর্ষণ থেকে ভালো লাগা,
ভালো লাগা থেকে একটু প্রেম।
ছেলেটি তার বুকে 
সেই একটু প্রেমের একটি বীজ বপন করেছিল,
মেয়েটির মনেও ছিল ছেলেটির প্রতি একটু আকর্ষণ।
আকর্ষণ থেকে ভালো লাগা,
যার ফলস্বরূপ একটু প্রেমের বীজ হতে 
বেড়িয়ে আসলো পূর্ণ প্রেমের চারা গাছ,
চারা গাছকে তারা দুজনে অনেক আদর করতো, যত্ন নিত,
প্রেমের চারা গাছ ধীরে ধীরে বড় হতে লাগলো।
একদিন একটু ঝড় আসলো,
প্রেমের চারা গাছের সব পাতা ঝরে পড়লো
কঁচি সবুজ প্রেমের ডাল পালা সব ভেঙ্গে গেল।
ঝড় শেষে দেখা গেল, প্রেমের চারা গাছ আর দাঁড়িয়ে নেই
মাটিয়ে চিৎ হয়ে শুয়ে আছে।
ছেলে আর মেয়েটির তখন কিছুই করার ছিল না,
তারা নিজেরাই এই ঝড়কে ডেকেছিল
একটু প্রেমের চারা গাছ ঝড় সহ্য করতে পারেনি,
তাকে মৃত্যুর সাগরে সাঁতরাতে হল।
আসলে প্রেম এমোনি, 
একটুতেই তাকে প্রাণ বলি দিতে হয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন