মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

সিংহ

ইচ্ছে ছিল সিংহ হবো,
মাথা উঁচু করে ঘুড়ে বেড়াবো।
দূর থেকে শিকার খোঁজবো,
যাকে পাবো তাকে ছিঁড়ে খাবো।
আমার ভয়ে সবাই পালাবে,
বনের রাজাকে মান্য করবে।
বন্য হাতি ভয় পাবে,
শিকারী মানব সরে দাঁড়াবে।
আমার ভয়ে দুষ্টু বানর 
নিশ্চুপ রবে গাছের ডালে,
আতংক উড়ে বেড়াবে 
এক ঝাঁক চিত্রা হরিণের পালে।
বনের কুমির সেও লুকাবে 
পুকুরে অথবা কাঁদার খালে,
শিকারের খোঁজে হিংস্র আমি 
হিংস্র রব সকল কালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন