রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

ভাল থেকো প্রিয় মানুষ

সাত সাগর ও তের নদীর ওপার 
প্রিয় মানুষটির বাস অঞ্চল,
সেখানে সে বেড়েছে, বড় হয়েছে, 
হেসেছে, খেলেছে, চঞ্চল হয়েছে। 
সেখানের বায়ুতে সে মিশ্রিত
তার শ্বাস-প্রশ্বাস মিশ্রিত সেখানকার বায়ু। 
তার পায়ের পদচিহ্ন সেখানের রাস্তায়,
প্রতিটি বাসস্টপে উড়ে বেড়ায় তার ছায়া। 
প্রতিটি ধপধপে সাদা তুষারকণা বলে তার কাহিনী,
বলে তার হাসি-কান্নার কথা।
এক সময় সে থাকতো আমার মন ঘরে
আজো সেখানে সে থাকে। 
তবে সেখানে তার বাসগৃহ আকারে এখন ক্ষুদ্র,
ভালবাসার পরিমাণও হ্রাস পেয়েছে। 
হ্রাসের পরিমাণ এতটাই বেশি
যে তাকে নিয়ে লেখা হয় না এখন,
সেও এখন পড়েনা আমার লেখা, 
ভুলে গিয়েছে হয়ত আমাকে, 
একদিন সুযোগ পেলে আমিও ভুলে যাবো 
প্রিয় সেই মানুষটিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন