আকাশে চাঁদ যেমন একা
তেমনি আমিও একা,
আকাশে যেমন চাঁদের কাছে
আছে কতগুলো তারকার মিচিল,
তেমনি আমারও পাশে
আছে অজস্র মানুষের ভিড়,
এই এতগুলো মানুষের ভিড়ে
আমিও একজন,
ঠিক ঐ চাঁদের মত আমিও নিরব,
আকাশ হতে মাঝে মধ্যে
চাঁদের পাশের দু-একটা তারা খসে পড়ে,
তেমনি মাঝে মধ্যে
দু-একজন মানুষ আমার জীবনে আসে,
এসে আবার চলে যায়
ঠিক যেমনটা খসে পড়ে তারকা,
একসময় প্রাকৃতিক নিয়মে ভোর হয়
চাঁদের অস্থিত্ব হয়ে যায় বিলীন,
তেমনি কর্ম-ব্যস্ততায়
হয়ে যাই আমিও অস্থিত্বহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন