রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

হাবিজাবি কিছু কষ্ট

না বলা কিছু কষ্টকে আজ
লিখে রেখেছি গাছের পাতায়,
অশ্রু হয়ে ঝরছে শিশির
চোখের কালো গোলক খাঁচায়।
আবেগ নামক দুষ্টু বিড়াল
ঝগরা করে শুধু,
বিবেকের ঐ ডালিম গাছে
নেমেছে অন্ধকার মৃদু।
অন্ধকারে বাতি জ্বলে
আশার প্রদীপ নিভু হয়ে,
কেউ বুঝে না আমার বুকে
ফুল ফুটেছে কষ্ট নিয়ে।
ফুলের নাম রেখেছি পদ্ম
পদ্মানদীতে নৌঙ্গর খাঁড়া,
তার-ই বেদনায় কষ্টেরা যত
হয়ে রয়েছে পাগলপারা।
পাগলা দিনে বিকেল বেলা 
বেড়াতে আসে ক্লান্ত কাক,
ভাঙ্গা মনে কষ্টের পদ্ম
মেঘের সাথে দেয় যে ডাক।
সেই ডাকে অবুঝ আমি
খুঁজি তোমার চিঠির খাম,
গাছের পাতায় লিখে রেখেছি
কষ্ট মাখা সরঞ্জাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন