জীবনের কিছু গল্প যায় না কখনো বলা
চাইলেই গল্পগুলো হয় না কখনো শোনা
জীবনের গল্পের হয় না কখনো শেষ
কিছু গল্প হয়ে রয় সৃতির পাতায় বিশেষ
কিছু গল্পে রয়েছে সুখ কিছু গল্পে দুঃখ
সুখের গল্পে শুধুই সুখ হয় না কখনো রুক্ষ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩
জীবনের গল্প
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩
আমার পথে আমি
অসমাপ্ত একটি পথ
হাজারো তাহার বেশ
জানি না হবে কখন
এই পথের শেষ
তবুও ভয় নেই আমার
পথিক নয় তো আমি একা
সবাই চলছি একই পথে
হয়ে আকা-বাঁকা
কেউ হয়ত চলছে পথে
হয়ে সঙ্গি হারা
কেউ হয়ত দিচ্ছে পথে
আমায় একটু সাড়া
কিন্তু আমি পারি না বুঝতে
তোমার চোখের ভাষা
ব্যস্ত আমি আমার পথে
বুকে নিয়ে আশা
আমার পথের পথিক আমি
চাইনা কারো সঙ্গ
একা একা আমার পথে
একাকীত্ব আমার অঙ্গ
শনিবার, ২০ এপ্রিল, ২০১৩
কবিতা আর তুমি-৬
অনেক কবিতা লিখেছি আমি
লিখেছি একটা গল্প
কষ্ট তোমায় দিয়েছি অনেক
ভালবেসেছি অল্প
কবিতা লিখতে পারতাম না আমি
শিখালে তুমি আমায়
এখন আমি পারি লিখতে
সব সময় সব বেলায়
এমন একটা সময় ছিল
শোনতাম না তোমার কথা
অযথা দিতাম তোমার
কমল মনেতে ব্যথা
আজ আমি তোমার কথা
শুনি সারাক্ষণ
কিছু একটা বললে তুমি
গুরুত্ব দেই যে এখন
কবিতা আর তুমি-৫
ছেলেটা বসে আছে
নির্জন নিরভ ঘরে
ভাবছে সে তোমার কথা
কলমটা তার হাতে ধরে
লিখবে বলে কবিতা
ছন্ধ নিয়ে খেলা করে
জানালা দিয়ে চেয়ে দেখে
চাঁদ টা অনেক দূরে
কবিতা আর তুমি-৪
তোমারি পথ চেয়ে আছি আমি অজানায়
কেন তুমি আসো না একাকী নির্জনায়
দিন গুলা গেল আমার তোমারি প্রতিক্ষায়
রাত্রি গুলা যাবে আমার কষ্টে কান্নায়
দৃষ্টি থাকে আমার তোমারি সৃতির পাতায়
জানি না কেন আমি আছি তোমার আশায়
সপ্ন গুলা ভেংগে গেল ঘুমের গভীরতায়
কষ্ট গুলা জানি না কেন এখনো আমায় কাঁদায়
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩
কবিতা আর তুমি-৩
শুকনো পাতার শুকনো বুকে
পরলো বৃষ্টির ফুটো
তোমার পানে চেয়ে আছে
আমারি চোখ দুটো
হটাৎ করে শুনলাম আমি
মেঘের ভহাবহ গর্জর
সেই সাথে আজ তোমায় দেখা
হয়ে গেল বর্জন
বসন্তের কবিতা
নীল আকাশের নিচে তুমি আছো কেন বসে
বাতাসের ডেলাতে আছো তুমি মিশে
বসন্তের সাথে ব্যস্ত তুমি আছো কেন মেতে
আমি শুধু আছি হয়ে তোমায় একটু কাছে পেতে
বসন্তের সাথে মিষ্টি সুরে গাইছো তুমি গান
পাখিরা দিচ্ছে সুর, হচ্চে মধুর টান
দিরে দিরে গাচ্ছ তুমি বসন্তের সুর
আমি আছি কান পেতে বসে অনেক দূর
১৪/২/১৩ তারিখে লেখা ভালবাসা দিবসের আরেকটি কবিতা
তুমি আমার ভালবাসা
তোমায় নিয়ে সব আশা
তোমার কাছে সব পাওবা
তোমায় নিয়ে সব চাওয়া
তুমি আছো মনের মাঝে
তোমায় নিয়ে স্বপ্ন সাজে
তুমি আমার প্রানের পাখি
তোমার জন্য অশ্রু জরায় আঁখি
তুমি থাকো মনের ঘরে
একাকী ভালোবেসে
১৪/২/১৩ তারিখে আমার লেখা ভালবাসা দিবসের কবিতা
ভালবাসা করল আঘাত আমার এই মনে
আমি আছি পাগল হয়ে শুধুই তোমার পানে
বুক আমার ফাকা ছিল, ছিল হয়ে শূন্য
সেই খানেতে আসলে তুমি করলে আমায় ধন্য
মনের মাঝে বানালাম আমি মিষ্টি মধুর ঘর
সেই ঘরেতে জাগালে তুমি ভালবাসার ঝর
ঝড়ের ভয়ে ভিতু আমি যাই যে তুমার কাছে
কবে তুমি বাড়াবে হাত, ধরবে আমার হাতে
ভালবাসা আমার তুমি থাকবে চিরদিন
জানি না কী করে আমি সুদ করবো তুমার ঋণ
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩
অজানা এক নিঃসঙ্গতা......
নিরব চারপাশ
হয়েছে রাত
আমি শুধু
আছি জেগে
অজানা এক নিঃসঙ্গতা
রয়েছে আমার
এই মনেতে লেগে
ক্লান্ত সবাই
দিচ্ছে ঘুম
আমি আছি
শুধু ঘুম হীন
অজানা এক নিঃসঙ্গতা
নিয়ে আমি
করেছি পাড়
সাড়াটা দিন
এখন এই
রাতের আধারে
চোখের সামনে
তোমার সৃতি
শুধুই দিচ্ছে দোলা
অজানা এক নিঃসঙ্গতা
মনেতে আমার
করছে শুধুই খেলা
মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩
কষ্ট নিয়েই লিখেছি এই কবিতা
হাজারো কষ্টের হাজারো ব্যথা
কষ্টে ভরা মনের কথা
শক্ত করে রেখেছি বেঁধে
কষ্টে যেন উঠি না কেঁদে
অনুভূতি গুলো দিচ্ছে দোলা
কষ্টেরা বুধ হয় করছে খেলা
সৃতির পাতায় ঝরছে পানি
একাকীত্ব আজ করছে হানি
ইচ্ছে আমার হয় যে মনে
বলবো কথা তোমারি পানে