শনিবার, ২৫ মে, ২০১৩

কবিতা আর তুমি - ১০

অনেক দিন পাড় হয়ে গেল
পাড় হয়ে গেল অনেক সময়
কিন্তু অপেক্ষার হচ্ছে না শেষ ,
জানি না কখন ঘটবে অপেক্ষার ইতি
কখন সৃষ্টি হবে নতুন কিছু সৃতি  ।

শুধু জানি অপেক্ষার প্রহর শেষে
আবার তুমি আসবে ফিরে 
আবার হবে তোমার সাথে কথা,
হবে ভাব বিনিময়
কিন্তু কখন আসবে সেই সময় ,
কখন শেষ হবে আমার অপেক্ষার
কখন হবে শেষ দীর্ঘ এই প্রতিক্ষার ।

বুধবার, ২২ মে, ২০১৩

তুমি, তুমি এবং তুমি

আমার আমি ছিলাম একা
হটাৎ একদিন আসলে তুমি
হল তোমার সাথে পরিচয় 
তখন তুমি ছিলে সাধারণ একজন
কিন্তু আজ তুমি নও সাধারণ
আজ তুমি আমার কাছে অসাধারণ
আজ তুমি আমার সব
হয়েছো আমার কাছে বিশেষ
হয়েছো  আমার শুরু
হয়েছো আমার শেষ  ।

জানি আমি দিয়েছি তোমাকে কষ্ট
করেছি সময় তোমার নষ্ট
কিন্তু আমি যে পারি না তোমায় ছাড়া
পারি না নিজেকে ভাবতে একা
তাই বারবার আসি তোমার কাছে
পাবো বলে তোমার দেখা  ।

কারন তুমি যে আজ আমার কেন্দ্রবিন্দু
তুমি যে আজ আমার কবিতার ছন্দ
তুমি যে আজ আমার ভাবনা
তোমায় নিয়ে করি কল্পনা
করি নিজের সাথে নিজে লড়াই
করি তোমার একাই শত বড়াই  ।

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

অদৃশ্য তুমি.......

অদৃশ্য তুমি,
তাই কখনো পাইনি তোমার দেখা
কখনো দেখিনি তোমার মুখের হাসি
দেখিনি তোমার রাগান্বিত চোখ দুটি  ।

কারন তুমি অদৃশ্য ,

কিন্তু তারপরও আমি অনুভব করি তোমাকে
অনুভব করি তুমি রয়েছো আমার পাশে
আমার সাথে, আমার কাছে ।

তুমি রয়েছো কল্পনায়
আমার আল্পনায়
হাজারো ব্যস্ততায়
আমার চিন্তা চেতনায়
ভাবনায় ।

সোমবার, ১৩ মে, ২০১৩

কবিতা আর তুমি - ৯

নই আমি রবি ঠাকুর
নই আমি কাজী নজরুল
আমি সাধারণ একজন,
পরেছি প্রেমে
তাই লিখেছি কবিতা
কবিতার খাতায়
সাদা রংগের পাতায়
কালো রংগের কলম দিয়ে
মনেতে তোমার সৃতি নিয়ে.

আজও তুমি আমার কবিতার প্রাণ
কবিতা জোড়ে শুধু তোমার ঘ্রাণ,
তোমায় নিয়েই আমার কবিতার গর্ব
তোমার কাছেই আমার সর্গ,
আজও তুমি আমার কবিতার জীবন,
আমার ভুবন, আমার আপন

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৩

আকাশের কান্না

আকাশ আজ কাঁদছে
ঝরছে তার চোখে অস্রু
হচ্ছে ব্রজপাত
নীরবে সে কাঁদছে বসে
পেয়েছে কঠোর আঘাত

আকাশের কষ্টে
সুর্য আজ পালিয়ে
লোকালয় থেকে লুকিয়ে 
আত্নঃগোপনে

কালো মেঘের আড়ালে
সুর্য আজ ব্যস্ত
দিচ্ছে সে
আকাশকে শান্তনা,
বলছে সে
আকাশকে আজ
ভুলে যেতে
মনের সকল বেদনা

কিন্তু আকাশ পারেনা ভুলতে মনের শত কষ্ট
অস্রু তাই ঝরছে আজ, বৃষ্টি ভেজা চোখে
কেউ তো বুজে না আকাশের কষ্ট, আকাশের হাসি মুখে

রবিবার, ৫ মে, ২০১৩

আজকের সকাল

ঝরছে বৃষ্টি
বইছে বাতাস
মেঘলা আকাশ

লাগছে মনটা আজ উদাসীন
চাচ্ছে তোমায় কাছে পেতে
পাগল মন মানে না কিছু
চায় যে শুধু তোমার কাছে যেতে

আজকের সকালটা অনেক সুন্দর
লাগছে অনেক ভালো
নেই আজ কোনো বাঁধা
তবুও আছি বন্দী হয়ে
তোমার সৃতি বুকেতে নিয়ে

শনিবার, ৪ মে, ২০১৩

চিঠি

একটি চিঠি
লিখেছি আমি
মনের মাধুরী মিশিয়ে,
বুকের সব ভালবাসা
চিঠিতে দিলাম বিলিয়ে,
জানা-অজানা কথাগুলো
লিখলাম এক এক করে,
মনেতে তোমার সৃতি
সাজালাম আবার নতুন করে,
পুরোনো সব সৃতির ছোঁয়া পেলো চিঠির পাতায়
রঙ্গিন ফুলগুলো ফুটলো আবার তোমাকে পাবার আশায়
হয়তো তাই মনের কথাগুলো লিখেছি চিঠির বুকজুড়ে
যুদি ভালো না লাগে আমার চিঠি ফেলে দিও হাজারো মাইল বহুদূরে.

শুক্রবার, ৩ মে, ২০১৩

কবিতা আর তুমি - ৮ (একাকী)

একাকী আমি
কেউ নেই পাশে
চলে গেছে সবাই দূরে

আকাশের নীচে
সবুজ মাঠে
রয়েছি আমি দাঁড়িয়ে
চোখ দুটি আমার আকাশ পানে
দিলাম হাত বাড়িয়ে
কেউ তো আসে না ফিরে

সামনে আমি আছি চেয়ে
বুকে অনেক সপ্ন নিয়ে

আসবে কেউ একজন আমার কাছে
ধরবে আমায় জড়িয়ে

কখনো যাবে না আমায় ফেলে
একাকী নির্জনে.

কবিতা আর তুমি - ৭

ঘুমহীন চোখ আমার
ভাবছি তোমায় নিয়ে
ঘুম জানি না আসবে কখন
কিন্তু চাই যে আমি দেখতে তোমায় তখন

হয়ত তুমি আসবে
তুমি আসবে আমার ঘুমের মধ্যে
আসবে তুমি আমার সপ্নের দেশে
সাজবে তুমি রানীর বেশে
হাসবে তুমি প্রাণ খোলে
দোলনায় তুমি থাকবে দোলে
হয়ত আমিও থাকবো তোমার পাশে
একই সাথে, একই প্রান্তে