অনেক দিন ধরে কবিতা লিখি না
সেই মেয়েটিকে নিয়ে
যে মেয়েটি আমার কবিতার প্রাণ,
মেয়েটির কারনেই শিখেছি লিখতে কবিতা
মেয়েটির সঙ্গ পেয়েছি বলেই হয়েছে দূর
আমার ছিল যত শূন্যতা।
মেয়েটি ছিল বলেই
সামান্য আমি আজ নই সামান্য
আমি যেন আজ ভিন্ন এক মানুষ হয়েছি
শুধু মেয়েটিরি জন্য ।
আমি ধরেছি হাতে কলম
আর বসেছি লিখতে
লিখেছি অতুলনীয় সেই মেয়েটিকে নিয়ে
লিখেছি নিজেই নিজের প্রেমের কাহিনী।
প্রেম কাহিনীর লিখা শেষ হয়ে গেলেও
শেষ হয়েনি আমার প্রেমের,
তাই আজো আমি লিখি কবিতা মেয়েটিকে নিয়ে ।
সেই মেয়েটির জন্যই
আমার কবিতাগুলো আজো জীবিত
আজো রয়েছে মেয়েটি
আমার কবিতার উংস হয়ে,
তবে হতে পারে কাগজে কলমে
আমার কবিতাগুলো প্রাণহীন
তাই বলে নয় কবিতাগুলো মৃত
নয় জড় পদার্থের মতন স্থির,
কবিতাগুলো চলমান আমার কবিতার খাতায়
সবুজ-সতেজ এবং জীবন্ত আমার মনের আঙ্গিনায় ।
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩
জীবন্ত কবিতা
সোমবার, ২২ জুলাই, ২০১৩
খুনি
আমি একজন খুনি
আমি করেছি খুন,
তবে আমি খুন করিনি কোন প্রাণের,
আমি খুন করেছি আমাকে
করেছি খুন নিজেই নিজেকে।
না, এটা আত্বহত্যা নয়
কিন্তু আত্বহত্যা থেকে জগন্য।
আমি খুন করেছি কিছু সম্পর্কের,
খুন করেছি আমি বন্ধুত্বের
খুন করেছি আমার অস্তিত্বের ।
আমি খুন করেছি আমার সততার,
আমার হাতে হয়েছে খুন মুল্যবান সময়,
হয়েছে খুন দুটি মানুষের মধ্যকার পরিচয়,
সাথে হয়েছে খুন দীর্ঘ দিনের ভাব বিনিময়।
জানি এইগুলা কোন খুন নয়
নয় এইগুলা আমার অইচ্ছাগত ভুল,
এইগুলা ছিল আমার সাজানো পরিকল্পনা
পরিকল্পনা গুলো তখন করেছিল আমাকে খুন করতে সাহায্য
আর আজ অনেক সময় পাড় হয়ে যাবার পর হলাম আমি আশ্চর্য ।
কী করে হলাম আমি এত নীচ
কী করে করলাম আমি সম্পর্ক ছিন্ন
মুছলাম কী দিয়ে নিজের অস্তিত্ব,
ভুলে গেলাম কীভাবে আমার সততা
কীসের সাথে মেতে করলাম নষ্ট মুল্যবান সময়,
কী সেজে সৃষ্টি করলাম ফাটল দুটি মানুষের পরিচয়ে
কী সেজে আনলাম ভুল বুঝাবুঝি দীর্ঘ দিনের ভাব বিনিময়ে।
আসলে এখন নিজের কাছে নিজের অতীত খারাপ মনে হচ্ছে
মনে হচ্ছে অজস্র মানুষের ভীড়ে আমি আজ ব্যর্থ,
অজস্র মানুষের ভীড়ে আমার অতীতে ছিল যত ভুল
নিজের ভুল আজ মেনে নিয়েছি, কিছু ভুল শোধরে নিয়েছি,
কিন্তু কিছু ভুল আমি চাইলেই পারবনা শোধরাতে
সেইসব ভুলের শাস্তি আমি পাচ্ছি, ভবিষ্যতে আরো পাব।
আর শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করেছি
তাই বলেছি আমি একজন খুনি
আমি করেছি খুন,
তবে আমি খুন করিনি কোন প্রাণের,
আমি খুন করেছি আমাকে
করেছি খুন নিজেই নিজকে,
না, এটা আত্বহত্যা নয়
কিন্তু আত্বহত্যা থেকে জগন্য।
শনিবার, ২০ জুলাই, ২০১৩
অধ্যায়
আমার সাথে জুড়ে রয়েছে কিছু অধ্যায়
যে অধ্যায় গুলা আজ শিরোনামহীন,
তবে অনেক মুল্যবান ।
অধ্যায় গুলার কারনে আমার মাঝে হয়েছে অনেক কিছু
হয়েছে কল্পনা, হয়েছে ভাবনা, হয়েছে সূচনা,
হয়েছে সৃষ্টি নিত্য নতুন কামনা।
অধ্যায় গুলার জন্য আমার জীবনে এসেছে অনেক গুণ
এসেছে সততা, এসেছে পূর্ণতা, এসেছে মানবতা,
এসেছে ভিন্নরূপে ভিন্নতা ।
তবে এখন বাধ্য হয়ে আমাকে ভাবতে হয়
ভাবতে হয় নিজের অতীত এবং বর্তমান নিয়ে
আর ভাবলে আমি অনুভব করি,
অধ্যায়গুলা শুরু থেকেই ছিল গতিহীন
ছিল যত্নহীন, ছিল স্বপ্নহীন, ছিল বাক্যহীন
ছিল পূর্বেও বর্তমানের মতন শিরোনামহীন।
বুধবার, ১৭ জুলাই, ২০১৩
মেয়ে
মেয়ে তোমায় অনেক ক্ষমতা
তুমি ক্ষমতাবান,
তোমার মনে রয়েছে দয়া
তুমি দয়াবান,
হৃদয় তোমার শক্ত তাই
বলব তুমি পাষাণ,
পাগল হলে যায় না দেয়া
তোমায় কোন জ্ঞান ।
তবে মেয়ে শোন তুমি
চরিত্র তোমার অনেক দামি,
চরিত্র হীনা শূন্য তুমি
শূন্য তোমার পায়ের ভূমি ।
চরিত্র তোমার হলে ভাল
হবে তুমি শেষ্ঠ,
অন্যতায় চরিত্রহীনা
তুমি একটা নষ্ট ।
(আমি সকল মেয়েদেরকে যতেষ্ট পরিমাণে সম্মান করি. তবে খারাপ চরিত্রের কিছু মেয়েদের কে উদ্দেশ্য করে এই কবিতা টি লিখেছি)
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩
আমার লেখা একটি ইসলামিক কবিতা
আল্লাহ তুমি সহায় করো
করো হেদায়াত,
দু'হাত তুলে তোমার কাছে
করি মোনাজাত ।
সকল পাপ থেকে তুমি
করবে আমায় মুক্ত
ভালো কাজের সাথে তুমি
করবে আমায় যুক্ত ।
চাই আমি তোমার পথে
সর্বদা চলতে,
ইসলামের বাণী চাই যে আমি
প্রাণ খুলে বলতে ।
নিজেকে নিয়ে নিজের কবিতা "আমি"
আমি হলাম সেই ছেলে
যে অত্যন্ত সার্থপর,
নিষ্ঠুরতায় ভরা মনটা আমার
যেন বন্ধী কারাঘর ।
সবার সাথে চাইনা আমি
হতে পরিচিত,
অন্যের সেবায় করিনা সহজে
নিজেকে আমি ব্রত ।
ভাল-মন্দ বুঝি না কারো
খুঁজি নিজের সার্থ,
পাগল হয়ে ছুটি আমি
পিছু ধরে অর্থ।
কথা আমি বলিনা বেশি
বলি গুণে অল্প,
নিষ্ঠুরতায় পূর্ণ আমি
পূর্ণ আমার গল্প ।
(সীমিত কিছু শব্দ দিয়ে আমার নিজের চরিত্রটা কে তুলে ধরেছি)
মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩
স্বপ্নকন্যা এবং আমি
স্বপ্নকন্যা তুমি
কবে আসবে আমার পাশে
বসবে আমার কাছে
লাল বেনারসি থাকবে তোমার গাঁয়ে,
কাজলভরা থাকবে তোমার দুটি চোখ
শান্ত থাকবে তোমার চোখের নজর
আর থাকবে মনে অপেক্ষার সেই প্রহর।
তখন হবে সবকিছু অদ্ভুতভাবে
যা হয়নি কখনো আগে,
হয়েছে শুধু সেই সময়ের কল্পনা
যা করেছি আমি, আর করেছ তুমি।
তখন হয়ত আমি থাকব শান্ত
আর থাকবে তুমি দিনের শেষে ক্লান্ত,
কিন্তু দুজন থাকবো দুজনের অপেক্ষায়
একই ঘরের ছায়ার তলায়
অপরিচিত সুখের ব্যস্ত একটি খেলায়।
(এই স্বপ্নকন্যা হবে আমার জীবন সংগিনী)