সবুজ ঘাসের পাতার উপর
চড়িয়ে পরেছে শিশির,
তুমি হীনা জীবনটা আজ
লাগছে খুবই নিবিড়
সৃতির পাতায় দিচ্ছো তুমি
আমায় হাতছানি,
চোখ হতে হয়তো আমার
ঝরবে অস্রু পানি
আড়াল থেকে, শান্ত মনে, ক্লান্ত হয়ে
ভাবছি তোমার কথা,
লাগছে আমার বুকের মঝে
তুমি আছো লাজুক লতা
হয়তো তুমি ভাবছো আমার
যাচ্ছে সময় ভালো,
তোমায় ছাড়া অন্ধকার আমি
নেই যে কোনো আলো
তাই তো আমি কষ্টে আছি
করছি সময় পাড়,
সপ্ন আমার ফুটবে হাসি
তোমার মুখে, ফুটবে বারেবার.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন