বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

রাজকন্যার রাগ

অজস্র গুণের ঝর্না তুমি
সপ্ন দেশের রাজকন্যা
তোমার মাঝে আছে দেখো
তুমি রুপের বন্যা
তোমার ছোঁয়ায়  হল পাড়
সকল আধাঁর কালো
করলে তুমি আলোকিত
দিলে আমায় আলো
আমার মনের রাজ্যে তুমি
করছো একাকী  রাজ
তোমার আদেশে হয় যে সখী
সকল কর্ম কাজ
আদেশ তোমার অমান্য হলে
যাও যে তুমি রেগে
রাগ ভাঙ্গাতে গিয়ে আমার
কবিতা উঠে জেগে
ভয় পাই যখন তুমি
করো ভীষণ রাগ
আমি তখন যাই যে ভুলে
যোগ বিয়োগ গুণ ভাগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন