শনিবার, ৯ মার্চ, ২০১৩

আমার জীবনের সত্য ঘটনাকে কেন্দ্র করে লিখা আমার জীবনের প্রথম কবিতা. কবিতাটি আমি ও মাছুমার মধ্যে ঘটে যাওয়া কিছু সৃতি নিয়ে লিখা হয়েছে........"বন্ধু তুমি"

বন্ধু হলে তুমি আমার
কিন্তু পারি নি বুঝতে আমি তোমায় ,
কষ্ট পেয়ে যখন তুমি গেলে চলে
বলে গেলে না  বিদায় আমায় .

কষ্ট দিয়ে কষ্ট পেলাম আমি
তবুও বুঝিনি তোমার মর্ম ,
ভাবে নিলাম না বলে যাওযা টাই
বুদ হয় ছিল তোমার কর্ম .

দিন যায় রাত যায়
গেল চলে গেল অনেক মাস
ফিরে এলে আবার তুমি
আর কষ্ট দিব না বলে
দিলাম তোমায় আশ্বাস

আবার হলো বন্ধুত্ব
তবুও দিয়েছি তোমায় কষ্ট ,
বুদ হয় অবুঝ ছিলাম আমি 
বুঝিনি তখনো তোমার  মর্ম .

চলে গেলে তুমি ব্যথা  নিয়ে বুকে
ভাবে নিলাম আমি, তুমি আসবে না আর ফিরে .

আবারো  দিন গেল রাত গেল
গেল হয়ে অনেক সময় পার ,
তবুও বুঝিনি তোমায় আমি
কষ্ট দিয়ে গেছি বারবার .
হটাৎ করে আবার ফিরে পেলাম তোমায়
এক মুহুত্বে , একই সাথে হাসলে কাঁদালে আমায় .

সময় আর লাগলো না বুঝতে তোমায়
বুঝলাম তোমার বন্ধুত্ব ,
সেই বন্ধুত্বের  আড়ালে লুকিয়ে ছিল
এক অপরূপ তোমার মহত্ব .

কখনো আমি কাঁদিনি কারো জন্য
সেই আমি কাঁদলাম নিরবে
আর ভাবলাম দিয়েছি তোমায় অনেক কষ্ট ,
কষ্ট দিয়ে কষ্ট পেলাম আমি
বুঝলাম তোমার মর্ম ,
নিজেকে বললাম তখন
কষ্ট দেওয়া টাই ছিল আমার ধর্ম .

মাঝে মাঝে ভাবতে অবাক লাগে
ফিরে এলে তুমি কেন, কিসের জন্য ?
তবুও অনুভব করি আমি
তোমায় পেয়ে হলাম ধন্য .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন