বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

শিরোনাম হীন কবিতা

শিরোনাম হীন কবিতা আমার
নেই তার কোনো নাম
নেই তার কোনো পরিচয়
নেই তার কোনো দাম

কিন্তু কবিতাতে আছে একটি প্রাণ
সেই প্রান হল তোমার
কবিতার আছে একটি ঘ্রাণ
সেই ঘ্রাণ হল তোমার
আছে কবিতার একটি অর্থ
সেই অর্থ হল তোমার
আছে কবিতায় একটি গুরুত্ব
সেই গুরুত্ব হল তোমার
আছে কবিতায় সুন্দর একটি মুহুর্ত
সেই মুহুর্ত হল তোমার
আছে কবিতায় একটি জলন্ত আলো
সেই আলো হল তোমার
আছে কবিতায় একটি সৃতি
সেই সৃতি হল তোমার
আছে কবিতায় একটি অনুভূতি
সেই অনুভূতি হল তোমার

দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

শিরোনাম হীন আমার কবিতার
রয়েছে একটি প্রাণ
প্রাণের মধ্যে আছে শুধু
শুধুই তোমার ঘ্রাণ
ছন্দে ছন্দে  তোমার সৃতি
রয়েছে কবিতায় গেঁথে
তোমার গুরুত্ব তোমার মুহুর্ত
সবই আছে তাতে

শিরোনাম হীন আমার কবিতায়
রয়েছে তোমার অনুভূতি
তোমার আলোয় আলোকিত
আমার কবিতার পটভূমি
তাই তো আমি কবিতা জোড়ে
পেয়েছি তোমার দেখা
শিরোনাম হীন কবিতা আমার
তোমার নামে লেখা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন