কবিতা লিখতে পারি না আমি তবুও লিখে যাই জানি না ভালো লাগবে কিনা তবুও লিখি তুমি হাসবে বলে তাই
শব্দ নিয়ে দন্ড লাগে পাই না কোনো ছন্দ তবুও লিখি কবিতা আমি শুধু তোমার জন্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন