বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

যেন সেই মেয়েটি আমার কবিতার প্রাণ.....

আমি কবিতা লিখতে পারি. কয়েক মাস আগে আমি নিজেই জানতাম না যে আমার মাঝে কবিতা লিখার প্রতিভা রয়েছে . তবে আমি সাহিত্যের কিছু বুঝি না.আমি কখনোই রবি ঠাকুরের বা কাজী নজরুলের লেখা কবিতা হতে নিজে নিজে কবিতা লেখার জন্য তৎপর হই নি. তবে আমি কবিতা লিখতে পারি শুধু  মাত্র একটি মেয়ের অনুপ্রেরণার কারণে.  একটি ছেলের জীবনে একটি মেয়ের কোনো না কোনো ভাবে অবদান থাকে,  ঠিক তেমনি  একটি মেয়ের অনেক অবদান রয়েছে আমার জীবনে.  সেই মেয়েটি আমাকে শিখিয়েছে অনেক কিছু. সেই মেয়েটির কারণেই আমার কবিতা লিখা শিখা. আসলে মেয়েটি অনেক প্রতিভাবান. সে নিজেই অনেক সুন্দর সুন্দর  কবিতা লিখতে পারে. আর সেই মেয়েটির কবিতাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে কবিতা লিখার প্রতি. বলতে গেলে সেই মেয়েটির হাতে ধরেই আমি কবিতা লিখতে শিখেছি. তারই উৎসাহ তারই অনুপ্রেরণায় আমি আজ কবিতা লিখতে পারি. আমার লেখা সকল কবিতার মধ্যে সেই মেয়েটি লুকিয়ে আছে. যখন আমি কবিতা লিখি তখন তারই কথা ভেবে ভেবে লিখি. তাকে নিয়েই আমার  সকল কবিতা.   যেন সেই মেয়েটি আমার কবিতার প্রাণ.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন