রবিবার, ২৪ মার্চ, ২০১৩

মায়াবী মেয়ের আলতো মায়া...

একা একা পথ চলা
অস্থিরতার হাজারো মেলা
গুমরা মুখে বসে থাকা
তোমায় নিয়ে কবিতা লেখা
একটু পিছনে চেয়ে দেখা
সৃতির পাতায় করছো খেলা
চাঁদের পাশে লক্ষ তারা
দেয়না আমায় একটু সাড়া
তোমায় ছাড়া হয়ে একা
পথ চলেছি আঁকা-বাঁকা
জমেছে মনে কষ্ট ব্যথা
হননি বলা কোনো কথা
খুঁজি তোমার কালো ছায়া
মায়াবী মেয়ের আলতো মায়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন