কবিতা লিখবো বলে বসলাম আমি টেবিলে
কলম টা হাতে ধরে শব্দ নিয়ে লাগলাম খেলতে
ভেবে ভেবে মরি আমি পারছি না কবিতা লিখতে
কি যেন একটা নেই যে মনে, চলে গেছে হৃদয় খালি করে
তবুও আমি যাই নি ভুলে কবিতা আমার আছে বেঁচে
লিখবো আমি কবিতা, থাকবে তুমি কবিতার মাঝে
আড়ালে না হয় লুকিয়ে রাখবো তোমায় যতন করে
আমার কবিতার মধ্য খানে....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন