শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

বাস্তব জীবনকে কেন্দ্র করে লিখা কবিতা ''রাজকন্যা"

এক যে ছিল রাজকন্যা
ছিল সে নিষ্পাপ
মন টা যেন তাহার সর্গ
ছিল না কোনো দাগ

কখনো সে করতো না গর্ব
করতো না অহংকার
সবাইকে সে রাখতো খুশি
করতো খুশি আবিষ্কার

তাই তো ছিল রাজকন্যার রাজ্যে
প্রজারা হয়ে সুখী
সবার সুখের জন্য দিতো
রাজকন্যা নিজ হাসি কুরবানি
নিজের হাসি হারিয়ে তাহার
ঝরতো চোখের পানি
তবুও তাহার আসতো না মুখে
কঠোর কোনো বাণী

সকল দুঃখ রাখতো সে
শক্ত করে বেঁধে
কষ্ট সে রাখতো নিজের
কমল মনে তে চেপে

ভালবাসতো সবাইকে সে
একই সাথে মেপে
প্রেম-প্রীতি পেতো সবাই
তাহার চুক্ষ পানে চেয়ে

অনেক ভাল রাজকন্যা সে
ছিল দয়াবান
ছিল সে দানশীল
দু'হাতে  করতো দান

অনেক সুন্দর ছিল সে
সুন্দর তাহার মন
তাহার সামনে তুচ্ছ সবাই
তুচ্ছ সকল ধন

অজস্র গুণের ঝর্না ছিল
রাজকন্যা একাই
কখনো সে করতো না
নিজ গুণের বড়াই

তাই তো সে ছিল হয়ে
সকল গুণে গুণবতি
তাহার গুণের বর্ণনা কখনো
শেষ হবে না রাতারাতি

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

শিরোনাম হীন কবিতা

শিরোনাম হীন কবিতা আমার
নেই তার কোনো নাম
নেই তার কোনো পরিচয়
নেই তার কোনো দাম

কিন্তু কবিতাতে আছে একটি প্রাণ
সেই প্রান হল তোমার
কবিতার আছে একটি ঘ্রাণ
সেই ঘ্রাণ হল তোমার
আছে কবিতার একটি অর্থ
সেই অর্থ হল তোমার
আছে কবিতায় একটি গুরুত্ব
সেই গুরুত্ব হল তোমার
আছে কবিতায় সুন্দর একটি মুহুর্ত
সেই মুহুর্ত হল তোমার
আছে কবিতায় একটি জলন্ত আলো
সেই আলো হল তোমার
আছে কবিতায় একটি সৃতি
সেই সৃতি হল তোমার
আছে কবিতায় একটি অনুভূতি
সেই অনুভূতি হল তোমার

দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

শিরোনাম হীন আমার কবিতার
রয়েছে একটি প্রাণ
প্রাণের মধ্যে আছে শুধু
শুধুই তোমার ঘ্রাণ
ছন্দে ছন্দে  তোমার সৃতি
রয়েছে কবিতায় গেঁথে
তোমার গুরুত্ব তোমার মুহুর্ত
সবই আছে তাতে

শিরোনাম হীন আমার কবিতায়
রয়েছে তোমার অনুভূতি
তোমার আলোয় আলোকিত
আমার কবিতার পটভূমি
তাই তো আমি কবিতা জোড়ে
পেয়েছি তোমার দেখা
শিরোনাম হীন কবিতা আমার
তোমার নামে লেখা

বুধবার, ২৭ মার্চ, ২০১৩

তুমি এবং তোমার সৃতি

সবুজ ঘাসের পাতার উপর
চড়িয়ে পরেছে শিশির,
তুমি হীনা জীবনটা আজ
লাগছে খুবই নিবিড়

সৃতির পাতায় দিচ্ছো তুমি
আমায় হাতছানি,
চোখ হতে হয়তো আমার
ঝরবে অস্রু পানি

আড়াল থেকে,  শান্ত মনে, ক্লান্ত হয়ে
ভাবছি তোমার কথা,
লাগছে আমার বুকের মঝে
তুমি আছো লাজুক লতা

হয়তো তুমি ভাবছো আমার
যাচ্ছে সময় ভালো,
তোমায় ছাড়া অন্ধকার আমি
নেই যে কোনো আলো

তাই তো আমি কষ্টে আছি
করছি সময় পাড়,
সপ্ন আমার ফুটবে হাসি
তোমার মুখে, ফুটবে বারেবার.

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

মায়াবী মেয়ের আলতো মায়া...

একা একা পথ চলা
অস্থিরতার হাজারো মেলা
গুমরা মুখে বসে থাকা
তোমায় নিয়ে কবিতা লেখা
একটু পিছনে চেয়ে দেখা
সৃতির পাতায় করছো খেলা
চাঁদের পাশে লক্ষ তারা
দেয়না আমায় একটু সাড়া
তোমায় ছাড়া হয়ে একা
পথ চলেছি আঁকা-বাঁকা
জমেছে মনে কষ্ট ব্যথা
হননি বলা কোনো কথা
খুঁজি তোমার কালো ছায়া
মায়াবী মেয়ের আলতো মায়া

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

তোমার পূর্বে, তোমার পরে......

যখন তুমি ছিলে না তখন আমার জীবনটা ছিল গতিহীন
জীবনের ছিল না কোনো মানে
জীবনটা ছিল তমে
জীবনের মধ্যে ছিল না কোনো পরিবর্তন
জীবনে কীভাবে প্রভাবশালী হওয়া যায় তাই নিয়ে দেখতাম সপ্ন
আর আজ তোমার ছোঁয়ায় বদলে গেছে আমার সবকিছু
বদলে গেছে আমার সপ্ন
এসেছে জীবনে পরিবর্তন
জীবনে লেগেছে নতুন রং
জীবন টা যেন পেয়েছে ফিরে তার প্রাণ
পেয়েছে ফিরে তার গতি
হয়েছে জীবনটা আজ গতিশীল
হয়েছে অচল থেকে সচল
স্থির থেকে হয়েছে চলমান

শনিবার, ৯ মার্চ, ২০১৩

আমার জীবনের সত্য ঘটনাকে কেন্দ্র করে লিখা আমার জীবনের প্রথম কবিতা. কবিতাটি আমি ও মাছুমার মধ্যে ঘটে যাওয়া কিছু সৃতি নিয়ে লিখা হয়েছে........"বন্ধু তুমি"

বন্ধু হলে তুমি আমার
কিন্তু পারি নি বুঝতে আমি তোমায় ,
কষ্ট পেয়ে যখন তুমি গেলে চলে
বলে গেলে না  বিদায় আমায় .

কষ্ট দিয়ে কষ্ট পেলাম আমি
তবুও বুঝিনি তোমার মর্ম ,
ভাবে নিলাম না বলে যাওযা টাই
বুদ হয় ছিল তোমার কর্ম .

দিন যায় রাত যায়
গেল চলে গেল অনেক মাস
ফিরে এলে আবার তুমি
আর কষ্ট দিব না বলে
দিলাম তোমায় আশ্বাস

আবার হলো বন্ধুত্ব
তবুও দিয়েছি তোমায় কষ্ট ,
বুদ হয় অবুঝ ছিলাম আমি 
বুঝিনি তখনো তোমার  মর্ম .

চলে গেলে তুমি ব্যথা  নিয়ে বুকে
ভাবে নিলাম আমি, তুমি আসবে না আর ফিরে .

আবারো  দিন গেল রাত গেল
গেল হয়ে অনেক সময় পার ,
তবুও বুঝিনি তোমায় আমি
কষ্ট দিয়ে গেছি বারবার .
হটাৎ করে আবার ফিরে পেলাম তোমায়
এক মুহুত্বে , একই সাথে হাসলে কাঁদালে আমায় .

সময় আর লাগলো না বুঝতে তোমায়
বুঝলাম তোমার বন্ধুত্ব ,
সেই বন্ধুত্বের  আড়ালে লুকিয়ে ছিল
এক অপরূপ তোমার মহত্ব .

কখনো আমি কাঁদিনি কারো জন্য
সেই আমি কাঁদলাম নিরবে
আর ভাবলাম দিয়েছি তোমায় অনেক কষ্ট ,
কষ্ট দিয়ে কষ্ট পেলাম আমি
বুঝলাম তোমার মর্ম ,
নিজেকে বললাম তখন
কষ্ট দেওয়া টাই ছিল আমার ধর্ম .

মাঝে মাঝে ভাবতে অবাক লাগে
ফিরে এলে তুমি কেন, কিসের জন্য ?
তবুও অনুভব করি আমি
তোমায় পেয়ে হলাম ধন্য .

কবিতা আর তুমি -২

কবিতা লিখবো বলে বসলাম আমি টেবিলে
কলম টা হাতে ধরে শব্দ নিয়ে লাগলাম খেলতে
ভেবে ভেবে মরি আমি পারছি না কবিতা লিখতে
কি যেন একটা নেই যে মনে, চলে গেছে হৃদয় খালি করে
তবুও আমি যাই নি ভুলে কবিতা আমার আছে বেঁচে
লিখবো আমি কবিতা, থাকবে তুমি কবিতার মাঝে
আড়ালে না হয় লুকিয়ে রাখবো তোমায় যতন  করে
আমার কবিতার মধ্য খানে....

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

কবিতা আর তুমি -১

কবিতা লিখতে পারি না আমি
তবুও লিখে  যাই
জানি না ভালো লাগবে কিনা
তবুও লিখি তুমি হাসবে বলে তাই

শব্দ নিয়ে দন্ড লাগে
পাই না কোনো ছন্দ
তবুও লিখি কবিতা আমি
শুধু তোমার জন্য

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

যেন সেই মেয়েটি আমার কবিতার প্রাণ.....

আমি কবিতা লিখতে পারি. কয়েক মাস আগে আমি নিজেই জানতাম না যে আমার মাঝে কবিতা লিখার প্রতিভা রয়েছে . তবে আমি সাহিত্যের কিছু বুঝি না.আমি কখনোই রবি ঠাকুরের বা কাজী নজরুলের লেখা কবিতা হতে নিজে নিজে কবিতা লেখার জন্য তৎপর হই নি. তবে আমি কবিতা লিখতে পারি শুধু  মাত্র একটি মেয়ের অনুপ্রেরণার কারণে.  একটি ছেলের জীবনে একটি মেয়ের কোনো না কোনো ভাবে অবদান থাকে,  ঠিক তেমনি  একটি মেয়ের অনেক অবদান রয়েছে আমার জীবনে.  সেই মেয়েটি আমাকে শিখিয়েছে অনেক কিছু. সেই মেয়েটির কারণেই আমার কবিতা লিখা শিখা. আসলে মেয়েটি অনেক প্রতিভাবান. সে নিজেই অনেক সুন্দর সুন্দর  কবিতা লিখতে পারে. আর সেই মেয়েটির কবিতাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে কবিতা লিখার প্রতি. বলতে গেলে সেই মেয়েটির হাতে ধরেই আমি কবিতা লিখতে শিখেছি. তারই উৎসাহ তারই অনুপ্রেরণায় আমি আজ কবিতা লিখতে পারি. আমার লেখা সকল কবিতার মধ্যে সেই মেয়েটি লুকিয়ে আছে. যখন আমি কবিতা লিখি তখন তারই কথা ভেবে ভেবে লিখি. তাকে নিয়েই আমার  সকল কবিতা.   যেন সেই মেয়েটি আমার কবিতার প্রাণ.

রাজকন্যার রাগ

অজস্র গুণের ঝর্না তুমি
সপ্ন দেশের রাজকন্যা
তোমার মাঝে আছে দেখো
তুমি রুপের বন্যা
তোমার ছোঁয়ায়  হল পাড়
সকল আধাঁর কালো
করলে তুমি আলোকিত
দিলে আমায় আলো
আমার মনের রাজ্যে তুমি
করছো একাকী  রাজ
তোমার আদেশে হয় যে সখী
সকল কর্ম কাজ
আদেশ তোমার অমান্য হলে
যাও যে তুমি রেগে
রাগ ভাঙ্গাতে গিয়ে আমার
কবিতা উঠে জেগে
ভয় পাই যখন তুমি
করো ভীষণ রাগ
আমি তখন যাই যে ভুলে
যোগ বিয়োগ গুণ ভাগ

এটা কোনো গল্প নয়. নয় কোনো কবিতা...এটা একটা সপ্ন, নিত্যদিনের সপ্ন

বুদ হয় এটা একটা গল্প
আর না হয় এটা একটা কবিতা
রয়েছে এতে শুন্যতা
কিচ্ছুটা রয়েছে ব্যর্থতা
মিশে আছে সততা
রয়েছে কারও দক্ষতা

না এটা আসলে কবিতা নয়
এটা বুদ হয় একটা গল্প
যায় নেই কোনো অর্থ
কিছুটা  রয়েছে সার্থ
চাই না হতে ব্যর্থ

না এটা কোনো গপ্প নয়
নয় এটা কোনো কবিতা
এটা আমার নিত্য দিনের সপ্ন
যার নেই কোনো মানে
রয়েছে সে প্রানে
রেখেছি তাকে মনে
হৃদয়ের গহীনে
একাকী নির্জনে