এক যে ছিল রাজকন্যা
ছিল সে নিষ্পাপ
মন টা যেন তাহার সর্গ
ছিল না কোনো দাগ
কখনো সে করতো না গর্ব
করতো না অহংকার
সবাইকে সে রাখতো খুশি
করতো খুশি আবিষ্কার
তাই তো ছিল রাজকন্যার রাজ্যে
প্রজারা হয়ে সুখী
সবার সুখের জন্য দিতো
রাজকন্যা নিজ হাসি কুরবানি
নিজের হাসি হারিয়ে তাহার
ঝরতো চোখের পানি
তবুও তাহার আসতো না মুখে
কঠোর কোনো বাণী
সকল দুঃখ রাখতো সে
শক্ত করে বেঁধে
কষ্ট সে রাখতো নিজের
কমল মনে তে চেপে
ভালবাসতো সবাইকে সে
একই সাথে মেপে
প্রেম-প্রীতি পেতো সবাই
তাহার চুক্ষ পানে চেয়ে
অনেক ভাল রাজকন্যা সে
ছিল দয়াবান
ছিল সে দানশীল
দু'হাতে করতো দান
অনেক সুন্দর ছিল সে
সুন্দর তাহার মন
তাহার সামনে তুচ্ছ সবাই
তুচ্ছ সকল ধন
অজস্র গুণের ঝর্না ছিল
রাজকন্যা একাই
কখনো সে করতো না
নিজ গুণের বড়াই
তাই তো সে ছিল হয়ে
সকল গুণে গুণবতি
তাহার গুণের বর্ণনা কখনো
শেষ হবে না রাতারাতি