বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪

আর কবিতা লিখবো না

আর কখনো কবিতা লিখবোনা
এইটাই হল শেষ,
কবিতার জগৎ ছেড়ে
জানি থাকবো ভাল বেশ।
পুরনো স্মৃতি ভুলা যায়না
ভুলা অনেক দায়,
ফিরে থাকাবো না হারানো পথে
যদি মনপাখী না চায়।
অবেগ নিয়ে কষ্টে আছি
চোখে জমিয়ে জল,
বোবা কেন তুই ভাষা হারিয়ে
খোলে আমায় বল।
এই প্রশ্নের উত্তর জানি
তোর নেই জানা,
তুই আছিস তোরি মত
আকাশে মেলিয়ে ডানা।
তোর হাতে হযেছিল জন্ম
আমার লেখা কবিতার,
সেই কবিতাকে বিদায় জানাই
চোখে জল ভাসিয়ে কান্নার।

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

স্বপ্নের আকাশে ঘুড়ি

তুমি স্বপ্নের আকাশে ঘুড়ি উড়াতে যেয়ো না
স্বপ্নের আকাশ অনেক বিশাল
সেখানে একবার ঘুড়ি হারিয়ে ফেললে বারবার খুঁজে পাবেনা।
তুমি স্বপ্নের আকাশে ঘুড়ি উড়িয়ে মুগ্ধ হবে
তুমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইবে স্বপ্নের আকাশের দিকে
কিন্তু স্বপ্নের আকাশ তোমার দিকে ফিরে তাকাবে না।
তুমি নাটাল দিয়ে স্বপ্নের আকাশে ঘুড়ি ভাসাবে
কিন্তু ঘুড়ি ভাসবে না,
বরং ভাসবে তুমি,
স্বপ্নের আকাশ ভাসাবে তোমাকে।
তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে একটি ঝর্ণার কিনারায়
স্নান করবে তুমি সেই ঝর্ণার বিশুদ্ধ পানিতে
তুমি অনুভব করবে পানির লবনাক্ত স্বাদ,
সে স্বাদের তীক্ততায় তুমি অতুষ্ট হবে
তোমার অন্তরের অন্তস্তরে প্রশ্নের উদয় হবে,
তুমি তোমার আবেগতাড়িত আবেগের কাছে জানতে চাইবে
কেন তুমি ঘুড়ি উড়ালে স্বপ্নের আকাশে।
তুমি আরো জানতে চাইবে
কেন তোমাকে নিয়ে গেল স্বপ্নের আকাশ সেই ঝর্ণার কিনারায়,
যে ঝর্ণা ছিল তোমার চোখের জলেতে সৃষ্টি
যে ঝর্ণাতে ঝরে অনবরত চোখের জলেতে বৃষ্টি।

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০১৪

স্বপ্নকন্যা এবং আমি ১০

তুমি হবে আমার প্রেম
অথবা প্রিয়তমা,
দুজন মিলে চাঁদনীরাতে
আকাশে দেখবো জোছনা।
বারান্দায় থাকবো দুজনে মোরা
প্রেম সাগরের ওপাড়ে,
হৃদয় চিঁড়ে আমি দেখাবো
প্রতিরাতে নিশাচরে।
চাঁদের হাসি ভালো লাগবেনা
লাগবে তোমার মুখ,
জাগবে ভালবাসা শূন্যস্থানে
উঠবে কেঁপে বুক।
মিলন হবে চন্দ্র-তাঁরার,
ফুল ফোটবে স্বপ্ন সাজার।
তাহার মাঝে থাকবো মোরা,
সঙ্গে নিয়ে কৃষ্ণচূঁড়া।
বৃষ্টি হবে নিঝুম রাতে
দূর আকাশে ভাসিয়ে মেঘ
বধূ তখন সাজবে তুমি
চোখে দিয়ে কাজল,
প্রেম ভাসাবো প্রেম সাগরে
ধরবো শাড়ীর আঁচল।
হাতে রাখবো আমার হাত
কোমরে রেখে কোমর,
ভয় পালাবে, লজ্জা পালাবে
জানবে সাড়া শহর।
তুমি হাসবে, আমিও হাসবো
মধুচন্দ্রিমায় দুজনে ভাসবো,
প্রেমের খেলায় থাকবো মেতে
পুষ্প বিছানায় আসন পেতে,
জানালার পাশে পর্দার ফাঁকে
আসবে আলো মধুর রাতে।
বলবে কথা কোমল ঠোঁট,
আকাশে লুকিয়ে চিরকুট।
মুখোশ খোলবে লজ্জাস্থানের
ধরে তোমার রেশমি চুল,
আলতো লাগবে মিষ্টি ছোঁয়া
তেপান্তরে ফোটিয়ে ফুল।
বইবে শিহরণ প্রেমের রাতে
বুকে বাড়িয়ে স্পন্দন,
কাঁপিয়ে তুলবে প্রেম নগরী
প্রেমের রাতের কম্পন।




বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

২০১৪ স্বাগতম তোমাকে

পা দিলাম চৌদ্দের কৌটায়
পুরনোকে জানালাম বিদায়,
অতীত স্মৃতিকে তাড়িয়ে দিলাম
ভয় দেখিয়ে কাকতাড়ুয়ায়।
নতুন করে হলাম প্রস্তুত
জীবন তো আর নয় থেমে,
নতুন স্মৃতির উল্লাসে জীবন
নয় বন্দী চিঠির খামে।
চলন্ত সে সবুজ মাঠে
এক পা, দু পা করে অগ্রমুখী,
তার সাথে আজ দুষ্টু সাথী
একরাশি ফুল সূর্যমুখী।
যার ছবিতে সাজলো দেয়ালে
নতুন বছরের ক্যালেন্ডার,
স্মৃতির পাতায় দেয় হাতছানি
না বলা শত উপহার।