শনিবার, ২৯ জুন, ২০১৩

বন্ধী একটি পাখি

খাঁচার ভিতর রয়েছে বন্ধী অচিন দেশের পাখি
বদ্ধ খাঁচার ভিতর পাখির অস্রু ঝরা দুটি  আঁখি,
চোখের জলে একাকার হয়ে পাখিটা চায় আকাশে
দেখে চেয়ে মুক্ত পাখিরা উড়ে বেরাচ্ছে বাতাসে,
তারও মনে জাগলো ইচ্ছে উড়বে সে আকাশের নীল প্রান্তে
কৌতুহল বাড়লো পাখিটার পৃথিবীটাকে জানতে,
কিন্তু পাখি পারেনা ভাংতে বদ্ধ এই খাঁচা
লোহার খাঁচার ভিতর পাখি শক্তিতে ভীষণ কাচাঁ,
তাই পাখি পায়না এই বন্দী জীবন থেকে মুক্তি
স্বাধীনতার সপ্ন দেখা ছাড়া নেই তার কোন শক্তি ।

শুক্রবার, ২৮ জুন, ২০১৩

রাতের আকাশের চাঁদ

রাতের আকাশে দেখো চেয়ে লক্ষ তারার মেলা
তারা গুলা করছে যেন একত্রে বসে খেলা,
লক্ষ তারার মধ্যমণি চাঁদ একখানা
নেই তার কোন সাথী সবার সেটা জানা,
লক্ষ লক্ষ তারার ভীড়ে চাঁদ শুধুই একা
তাই যেন গভীর কষ্টে চাঁদের হৃদয় মাখা,
আজও চাঁদ খোঁজে তাহার চলার পথের সাথী
একা একা কাঁটে চাঁদের নিঃসংতায় রাত্রি  ।

মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

বন্ধু ছিলাম-আছি-থাকবো......

তোমাকে পাওয়াই ছিলনা আমার লক্ষ্য
তাই আমার প্রেম হবে না কখনো ব্যর্থ
তবে তুমি করবে সংসার
হয়ে যাবে অন্যের সংসারী ,
আর আমিও হয়ে যাব এক সময় হয়ত অন্য কারো স্বামী ।
কিন্তু তুমি পেয়ো না কো ভয়
ভালবাসা আমার থাকবে চিরদিন বেঁচে
কখনো যাবে না তোমার সৃতি চোখের পানিতে মুছে।
থাকবো আমি তুমি আজীবন বন্ধু হয়ে বন্ধুত্বের ছায়া তলে
থাকবো আমারা একী সাথে বন্ধুত্বের মায়া জালে।  




"মেয়েটি আজীবন আমার বন্ধু হয়ে থাকবে, বন্ধুত্ব থেকেই আমার ভালবাসার জন্ম হয়েছিল, সেই ভালবাসা আবার বন্ধুত্বে পরিণত হয়েছে"

শনিবার, ১৫ জুন, ২০১৩

ভালবাসা তুমি

আমি জানি
ভালবাসা তুমি
হলে মহামূল্যবান ,
তুমি অনেক দামি
তুমি সুখের মেলা
দুটি পথের এক হয়ে চলা।

আরো জানি আমি
ভালবাসা তুমি
হলে সীমাহীন
তুমি বাধাহীন
তুমি তো মরিচিকা
তুমি দুর্লভ
সর্বদা তাই পায়না সবাই তোমার দেখা।

কিন্তু যখন তুমি আসো কারো জীবনে
তখন ফুটে হাসি তার মুখে
পড়েছে প্রেমে তাই ভেবে।
আবার যখন তুমি যাবে সড়ে জীবন থেকে
কাঁদবে তখন সে হয়ত নিরবে।

তাই জাগে প্রশ্ন আমার মনে
ভালবাসা তুমি আসো কেন জীবনে ,
জীবনকে সাজিয়ে
জীবনকে বদলিয়ে
আমাদেরকে কাঁদিয়ে
যাও কেন হারিয়ে।