বেঁচে থাকার অভিশাপ নিয়ে
আমি বেঁচে থাকতে চাই না
বরং মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চাই।
দুই বাহু দিয়ে জড়িয়ে ধরতে চাই মৃত্যুকে
মৃত্যুর স্বাদ নিজের আর্তনাদ সব একাকার করে
নিরাকার হতে চাই মৃত্যুর বুকে মাথা রেখে।
মৃত্যুর কমল আঙ্গিস্পর্শ একবিন্দু পানির মতন
ঘড়িয়ে যাবে আমার সমস্ত অঙ্গে,
আমি নিজ অঙ্গভঙ্গি পরিবর্তন করে
নিস্তেজ হবো ক্রমশ
দেহের বিকাশ স্থীর হয়ে
নিশ্চুপ নীল আকাশের আবরণে
প্রিয় ফুল গোলাপের শুকনো পাঁপড়ীর মতন
উড়ে যাবো মৃত্তিকার মাতৃগর্ভে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন