বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

অল্প প্রেমের গল্প

অল্প প্রেমের গল্প লিখেছি
অবেগভরা কথা বলেছি
দেখেছি যা দেখেনি কখনো,
এখন আছি কেমনে বাঁচি
হৃদয় মন্দির আস্ত শুন্য।

দেবি যাকে বানিয়ে ছিলাম
তাকে ছাড়া সবই পেলাম
পেলাম না শুধু চাওয়া,
হাত তুলে চোখের কূলে
জলের আসা যাওয়া।

প্রেমের সৌত অস্থির খুব
হার মেনেছে গ্রহপতির ধূপ,
তবুও শিশু মন
মুখ চেপে হয় না চুপ।

সময় চলে মুখের কথায়
চলে না প্রেম শুধু,
যে প্রেমে প্রেমিক আমি
প্রেমিক তুমি হয়েছি আজ ভীতু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন