বৃষ্টিতে বিবেক ভিজে গেছে
রৌদ্দুরে মেলিয়ে দিলাম বিবেকের হাত-পা,
যা, একটু শুকিয়ে যা,
তোকে আবার ভিজতে হবে বৃষ্টিতে
একবারে ক্লান্ত হলে চলবে না।
বারবার, শতবার, হাজার-লক্ষবার
বৃষ্টিতে ভিজবি তুই।
আমি না, তোকে ভিজাবে নিঠুর প্রকৃতি,
মানুষ, সপ্ত দেয়াল।
আমি শুধু তোকে প্রতিবার রোদে শুকাবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন