মিথ্যে হয়ে গেল আমার লেখা, প্রতিটি কবিতা
মিথ্যে প্রতিটি অক্ষর, বর্ণ, দাঁড়ি-কমা,
সেমিকোলন, চন্দ্রবিন্দু।
মাত্রা অতিরিক্ত বুকের শক্ত স্বাদ সব মিথ্যে,
নিত্য ভাবনা, সুপ্ত সিক্ত স্বর,
মাদকে আশক্ত শিরা-উপশিরা সব মিথ্যে।
প্রেমের কথা, গপ্পো, রাত্রি জাগার পাপ
শত পুণ্যের মধ্যেখানে
এক চিমটি ভালবাসার প্রাপ্তির অভিশাপ,
নারীর মিছিলে ঈগল চুক্ষু দিয়ে
স্বপ্ন খোঁজার অভিনয় সব মিথ্যে, সব মিথ্যা।