বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫

সত্য হলেও মিথ্যা

মিথ্যে হয়ে গেল আমার লেখা, প্রতিটি কবিতা
মিথ্যে প্রতিটি অক্ষর, বর্ণ, দাঁড়ি-কমা,
সেমিকোলন, চন্দ্রবিন্দু।
মাত্রা অতিরিক্ত বুকের শক্ত স্বাদ সব মিথ্যে, 
নিত্য ভাবনা, সুপ্ত সিক্ত স্বর,
মাদকে আশক্ত শিরা-উপশিরা সব মিথ্যে।

প্রেমের কথা, গপ্পো, রাত্রি জাগার পাপ
শত পুণ্যের মধ্যেখানে 
এক চিমটি ভালবাসার প্রাপ্তির অভিশাপ,
নারীর মিছিলে ঈগল চুক্ষু দিয়ে
স্বপ্ন খোঁজার অভিনয় সব মিথ্যে, সব মিথ্যা।


অনুভূতি-৮

বেঁচে থাকার অভিশাপ নিয়ে 
আমি বেঁচে থাকতে চাই না
বরং মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চাই।
দুই বাহু দিয়ে জড়িয়ে ধরতে চাই মৃত্যুকে
মৃত্যুর স্বাদ নিজের আর্তনাদ সব একাকার করে
নিরাকার হতে চাই মৃত্যুর বুকে মাথা রেখে।
মৃত্যুর কমল আঙ্গিস্পর্শ একবিন্দু পানির মতন
ঘড়িয়ে যাবে আমার সমস্ত অঙ্গে,
আমি নিজ অঙ্গভঙ্গি পরিবর্তন করে
নিস্তেজ হবো ক্রমশ
দেহের বিকাশ স্থীর হয়ে 
নিশ্চুপ নীল আকাশের আবরণে 
প্রিয় ফুল গোলাপের শুকনো পাঁপড়ীর মতন
উড়ে যাবো মৃত্তিকার মাতৃগর্ভে।

ভিজা বিবেক

বৃষ্টিতে বিবেক ভিজে গেছে
রৌদ্দুরে মেলিয়ে দিলাম বিবেকের হাত-পা,
যা, একটু শুকিয়ে যা,
তোকে আবার ভিজতে হবে বৃষ্টিতে
একবারে ক্লান্ত হলে চলবে না।
বারবার, শতবার, হাজার-লক্ষবার
বৃষ্টিতে ভিজবি তুই।
আমি না, তোকে ভিজাবে নিঠুর প্রকৃতি,
মানুষ, সপ্ত দেয়াল।
আমি শুধু তোকে প্রতিবার রোদে শুকাবো।

অল্প প্রেমের গল্প

অল্প প্রেমের গল্প লিখেছি
অবেগভরা কথা বলেছি
দেখেছি যা দেখেনি কখনো,
এখন আছি কেমনে বাঁচি
হৃদয় মন্দির আস্ত শুন্য।

দেবি যাকে বানিয়ে ছিলাম
তাকে ছাড়া সবই পেলাম
পেলাম না শুধু চাওয়া,
হাত তুলে চোখের কূলে
জলের আসা যাওয়া।

প্রেমের সৌত অস্থির খুব
হার মেনেছে গ্রহপতির ধূপ,
তবুও শিশু মন
মুখ চেপে হয় না চুপ।

সময় চলে মুখের কথায়
চলে না প্রেম শুধু,
যে প্রেমে প্রেমিক আমি
প্রেমিক তুমি হয়েছি আজ ভীতু।