রবিবার, ২০ জুলাই, ২০১৪

এখনো অনেক রাত জাগা বাকী

এখনো অনেক রাত জাগা বাকী
হাজারো বছরের একটি রাত
অনেক পুরনো, কালো চাদরে মুড়নো।

যে রাতে আমি জেগে রইবো ঘুমন্ত গীরি-পর্বতে,
কেড়ে নেবে আমার ঘুম কোনো মানুষী সেই রাতে।

কেড়ে নেবে স্বপ্নগুলো, 
বলবে, দয়িত প্রয়োজন নেই স্বপ্ন দেখার,
প্রতিটি স্বপ্ন হবে বাস্তব, বাস্তব হবে কল্পনা।
বাস্তব-অবাস্তব মিশে যাবে আলিঙ্গনে,
রইবো তখন জেগে আমি নিদ্রালু নয়নে নয়নে।

আমি রইবো জেগে,
জেগে জেগে দেখবো রাত।
আকাশের তারারা দল বেঁধে নৃত্য করবে,
তাদের প্রেমিকা চাঁদের চুম্বন পাওয়ায় আশায়।
সে রাতে আমি হব তারা 
গোলাপি ঠোঁটের স্পর্শের আশায়।

জেগে রইবো অনন্তকাল
এইভাবে হাজারো বছরের একটি রাতে,
যে রাতে বলবে কেউ, গল্প শোনাও একটু।
সে রাতে আমি জেগে রইবো রূপকথার ভীড়ে,
পাতালপুরী থেকে প্রেম আনবো রাতের বক্ষ চিঁড়ে।

যে রাতে ধূসর স্মৃতি পালাবে, লুকাবে কালো চাদরের নিচে,
সে রাতে ঘুমের অভিনয় আমি করবোনা মিছে মিছে।

চোখের পাতায় থাকবেনা ঝুলে বর্ষাকাল,
যে রাতে আমি চাইবোনা বেড়াতে আসুক নতুন সকাল।

আমি রইবো জেগে সেই রাতে
কারো আঁচলে মুখ ঢেকে ধরে রাখবো সেই রাত,
যেই রাতে তুমি-আমি এক হব নির্ঘাত।

সেই রাতের অপেক্ষায় এখনো অনেক রাত জাগা বাকী,
সেই রাতের ছবি এখনো আমি না ঘুমিয়ে আঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন