হাজারো মানুষের ভীড়ে
আমি ভয় পাই
কেঁপে উঠি শিহরিত হয়ে,
যখন দেখি অপ্রিয় মানুষের ভীড়ে
প্রিয় মানুষের মুখ।
ভীতু হয়ে যাই এই ভেবে
যদি সে প্রশ্ন করে
কেমন আছো আমার প্রিয়?
আমি তখন কি বলে
উত্তর দেবো কোন মুখে,
সেই ভাবনায় ভাবুক আমি
হাজারো মানুষের ভীড়ের ভীড়ে।
কোন ভাষায় কণ্ঠনালী
বলবে খন্ডিত মনের কণ্ঠ,
অগোচরে চোখের জলে
স্নান করবে অঙ্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন