বুদ হয় এটা একটা গল্প
আর না হয় এটা একটা কবিতা
রয়েছে এতে শুন্যতা
কিচ্ছুটা রয়েছে ব্যর্থতা
মিশে আছে সততা
রয়েছে কারও দক্ষতা
না এটা আসলে কবিতা নয়
এটা বুদ হয় একটা গল্প
যায় নেই কোনো অর্থ
কিছুটা রয়েছে সার্থ
চাই না হতে ব্যর্থ
না এটা কোনো গপ্প নয়
নয় এটা কোনো কবিতা
এটা আমার নিত্য দিনের সপ্ন
যার নেই কোনো মানে
রয়েছে সে প্রানে
রেখেছি তাকে মনে
হৃদয়ের গহীনে
একাকী নির্জনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন