যখন তুমি ছিলে না তখন আমার জীবনটা ছিল গতিহীন
জীবনের ছিল না কোনো মানে
জীবনটা ছিল তমে
জীবনের মধ্যে ছিল না কোনো পরিবর্তন
জীবনে কীভাবে প্রভাবশালী হওয়া যায় তাই নিয়ে দেখতাম সপ্ন
আর আজ তোমার ছোঁয়ায় বদলে গেছে আমার সবকিছু
বদলে গেছে আমার সপ্ন
এসেছে জীবনে পরিবর্তন
জীবনে লেগেছে নতুন রং
জীবন টা যেন পেয়েছে ফিরে তার প্রাণ
পেয়েছে ফিরে তার গতি
হয়েছে জীবনটা আজ গতিশীল
হয়েছে অচল থেকে সচল
স্থির থেকে হয়েছে চলমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন